Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ থেকে এক লাফে ৫৫ হলে ‘পরাণ’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২২ ১৭:২৪

ঈদের সপ্তাহ খানেক আগে সেন্সর ছাড়পত্র পায় রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’-এর দাপটে ঈদে মাত্র ১১ হলে মুক্তি পায়। কিন্তু সে দাপট বেশিদিন টিকে নাই। মুক্তির ৪র্থ দিন থেকে হল বাড়তে থাকে ছবিটির, দর্শকদের অতিরিক্ত চাহিদার কারণে। আর এ শুক্রবার (২২ জুলাই) থেকে ছবিটি দেখা যাবে ৫৫টি সিনেমা হলে। এর মধ্যে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় চলবে ২১টি শো।

পরিবেশনা সংস্থা দি অভি কথাচিত্র প্রকাশিত ‘পরাণ’-এর হল লিস্টটি নিচে দেওয়া হল সারাবাংলার পাঠকদের জন্য।

বিজ্ঞাপন

ঢাকার মধ্যে: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল , পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার, মহাখালী), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, মিরপুর-১), স্টার সিনেপ্লেক্স (বঙ্গবন্ধু আর্মি মিউজিয়াম, বিজয় স্মরণি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), বিজিবি অডি. (ঢাকা), সেনা অডি. (ঢাকা ক্যান্ট.) গীত (ঢাকা)।

ঢাকার বাইরে: লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সেনা অডি. (সাভার ক্যান্ট.), সিলভার স্ক্রীণ (চট্টগ্রাম), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), ঝুমুর (জয়দেবপুর, গাজীপুর), আজাদ (পুরান ঢাকা), পূরবী (ময়মনসিংহ), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা), দর্শন (ভৈরব), চাঁদমহল (কাঁচপুর), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর, সাভার), নবীন (মানিকগঞ্জ), মমতা (মাধবদী), পান্না (মুক্তারপুর), ছন্দা (হাসনাবাদ), মনিহার (যশোর), শাপলা (রংপুর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা সিনেপ্লেক্স (চট্টগ্রাম), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), চিত্রবাণী (গোপালগঞ্জ), সংগীতা (সাতক্ষীরা), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), মালঞ্চ (টাঙ্গাইল), রাজমহল (চাঁপাইনবাবগঞ্জ), রুপকথা (শেরপুর), সাধনা (রাজবাড়ী), মোহন (হবিগঞ্জ), মুন (মুক্তাগাছা), মনিকা (শায়েস্তাগঞ্জ), চলন্তিকা (গোপালদী), পালকী (চান্দিনা), আলীম (মঠবাড়িয়া), রাজ (কুলিয়ারচর), ছন্দা (পটিয়া), ভাই ভাই (সখিপুর)।

বিজ্ঞাপন

‘পরাণ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এতে আরও আছেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশার প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী ও নাভেদ পারভেজ। প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।

সারাবাংলা/এজেডএস

১১ হল ৫৫ হল ঈদ ছবি পরাণ বিদ্যা সিনহা মিম রায়হান রাফি শরীফুল রাজ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর