Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের ভাষায় গাইলেন পাবেল

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২২ ২১:২০

একসঙ্গে ছেলে ও মেয়ের কণ্ঠে ‘বুক চিন চিন করছে’ গেয়ে বেশ আলোড়ন তুলেছিলেন তরুণ সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল। তার নতুন একটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ‘কমলা’ শিরোনামের গানটি ব্যবহৃত হয়েছে ‘চাঁটগাইয়া গোলমাল’ নামক ঈদ নাটকে। রুবেল হাসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাবিলা নূরম মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহ, হিন্দোল রায়, নাবিলা।

‘কমলা’ গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিব কবির। ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটক এবং গানটি দেখা যাচ্ছে।

‘বুক চিন চিন করছে’ গানটি মৌলিক গান ছিল না। তবে ‘কমলা’ গানটি মৌলিক এবং এটি চট্টগ্রামের ভাষায় নির্মিত। গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে পাবেল বলেন, আমি কিন্তু চট্টগ্রামের ছেলে। নাটকটি এবং গানটি দুটিই আমার এলাকার ভাষায়। তাই এটি গাওয়ার সময় আলাদা অনুভূতি কাজ করেছে। দর্শক ও শ্রোতারা কিন্তু ইতোমধ্যে গানটি পছন্দ করেছেন।

এর আগে ‘আনোয়ার দ্যা প্রোডাকশন বয়’, ‘Mr. পরিবর্তনশীল’, ‘ইনসিকিউরিটি’, ‘সাইড ইফেক্ট’সহ অনেকগুলো নাটকের গানে কণ্ঠ দিয়েছিলেন জাহেদ পারভেজ পাবেল।

সারাবাংলা/এজেডএস

কমলা চাঁটগাইয়া গোলমাল জাহেদ পারভেজ পাবেল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর