Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরিয়ান সিরিজ ‘আই এম নট এ রোবট’ আসছে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২২ ১৬:৪৩

কিম মিন কিউ একাধারে ধনী এবং সুদর্শন এক যুবক। কিন্তু এক অদ্ভুত অসুখের কারণে সে মানুষের সংস্পর্শে আসতে পারে না। ধীরে ধীরে খুব একাকী হয়ে পরে সে। অপর দিকে জি ইয়া এক তরুণ উদ্যোক্তা যিনি খুব ছটফটে আর নিজের কিছু করে দেখানোর ইচ্ছা প্রবল।

একদিন হঠাৎ করেই জি ইয়ার প্রাক্তন প্রেমিক বায়েক গিউন তাকে ফোন করে একটা অদ্ভুত অনুরোধ করে বসে। জি ইয়াও খুব একটা কিছু চিন্তা না করে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরই তাদের জীবন যেন এক নতুন মোড় নেয়।

বিজ্ঞাপন

অনুরোধ রাখতে গিয়ে কি হয় জি ইয়ার সাথে তা জানা যাবে ‘আই এম নট এ রোবট’ সিরিজটি দেখলে। আগামী ২৮ জুলাই রাত ৮টায় সিরিজটির প্রথম ৭ পর্ব মুক্তি পাবে।

ডা ইয়ুন জং পরিচালিত কোরিয়ান এই সিরিজটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এবার চরকিতে বাংলা ভাষায় সিরিজটি দেখবে দর্শক।
সিরিজটিতে অভিনয় করেছেন ইও সিয়ন হো, চ্যা সূ বিন, কাং কি ইয়ং, উম কি-জুনসহ এক ঝাঁক তরুণ অভিনেতা।

সাইন্স ফিকশনের সাথে রোমান্টিকতার একটা সংযোজন এই কনটেন্টের মূল আকর্ষণ। এই গল্পে আছে পারিবারিক ইমোশন, বন্ধুত্ত্ব ও একাকীত্বের মিশেল যা দর্শকদের জন্যে এক নতুন অভিজ্ঞতা দিবে। টিনএজারদের জন্যে এই সিরিজের বিষয়বস্তু বেশ উপভোগের একটা উপলক্ষ দিবে।

সারাবাংলা/এজেডএস

আই এম নট এ রোবট কোরিয়ান সিরিজ চরকি

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর