Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবিরশ্মির আয়োজনে রবীন্দ্রনাথের বর্ষার গান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩১ জুলাই ২০২২ ১৯:৩৪

গত ৩০ জুলাই (শনিবার) বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষণগীত। ‘এসো শ্যামল সুন্দর’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে রবীন্দ্র ভিত্তিক সংগীত সংগঠন ‘রবিরশ্মি’।

এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবিরশ্মির সভাপতি মোখলেস আলম-এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্রসংগীত শিল্পী ও রবিরশ্মির পরিচালক মহাদেব ঘোষ। এরপর শাশ্বতী মাথিন-এর উপস্থাপনায় শুরু হয় রবিরশ্মির শিল্পীদের পরিবেশনা। সম্মেলক গানের পাশাপাশি এতে একক গান পরিবেশন করেন রবিরশ্মির শিল্পী- রুমা সাহা, এজাজ হোসেন, অরুণা বিশ্বাস, সুকুমার চক্রবর্তী, শাশ্বতী মাথিন, আশরাফুল করিম চৌধুরী, মাকসুদা খানম তুলি, ইফতেখার উদ্দিন, ময়না রাণী দাস, সাঈদ মাহমুদ সাইফুল আলম, শিউলি ভৌমিক, দিলীপ কুমার দাস, কংকন চৌধুরী, পল উৎপল সাহা, মিথিলা ঘোষ, বিষ্ণুপদ, পারমিনা তোরা দাস, সঞ্জীব সরকার, সুস্মিতা হোসেন, স্বপন কুমার চক্রবর্তী, মাহমুদা আপন, শামীম আরা বেগম, বনশ্রী পাল, উষা ভট্টাচার্য, মৌসুমী মৈত্র, অর্চনা রায় এবং মহাদেব ঘোষ।

সারাবাংলা/এএসজি

রবিরশ্মির আয়োজনে রবীন্দ্রনাথের বর্ষার গান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর