Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজপালের জেল


২৩ এপ্রিল ২০১৮ ১৮:৪৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

ঋণ খেলাপী মামলায় জনপ্রিয় বলিউডি অভিনেতা রাজপাল যাদবকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভারতের সুপ্রীম কোর্ট। পাঁচ কোটি রূপি দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন এই অভিনেতা। সালমান খানের পর এই মাসে জেলে যাওয়া দ্বিতীয় অভিনেতা রাজপাল।

২০১২ সালে মুক্তি পায় রাজপাল যাদব পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’। এই ছবি নির্মাণের জন্য ২০১০ সালে এম.জি আগারওয়াল নামে এক ব্যবসায়ির কাছ থেকে ৫ কোটি রুপি নেন রাজপাল। কিন্তু ধার তিনি শোধ করেননি। পরবর্তীতে ঐ ব্যবসায়ী যাদবের বিরুদ্ধে মামলা করেন।

এরপর ২০১৩ সালে এই মামলার জন্য রাজপালকে ১০ দিনের বিচারাদেশ দেয় আদালত। ২০১৫ সালে তিনি আদালতকে জানান ১ দশমিক ৫৮ কোটি রুপি তিনি শোধ করে দিয়েছেন এবং বাকী ৩ দশমিক ৪২ কোটি আগামী ৩০ দিনের মধ্যে শোধ দেবেন। কিন্তু তারপরও টাকা ফেরত দেননি যাদব।

শেষ পর্যন্ত আদালত রাজপাল যাদবকে ২৩ এপ্রিল থেকে কারাগারে ঢোকানোর নির্দেশ দেয়। সর্বোচ্চ আদালতের রায় হওয়ায় ‘ভুল ভুলাইয়া’ খ্যাত এই অভিনেতাকে এখন খাটতে হবে পুরো ছয় মাস মেয়াদের সাজা। সেই সঙ্গে জরিমানাসহ তাকে ফেরত দিতে হবে ঋণের টাকা।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর