Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাডার ১১ সিনেমা হলে ‘হাওয়া’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২২ ১৬:৪৯

সারাদেশে বেশ জোরেশোরে চলছে ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে কানাডায়। স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় ছবিটি কানাডার ১১টি হলে চলবে।

জানা গেছে, ২ সেপ্টেম্বর কানাডায় মুক্তির পরপরই দেখতে পাবেন আমেরিকায় বসবাসকারীরা। আমেরিকার শতাধিক হলে মুক্তির টার্গেট নিয়ে এগোচ্ছে পরিবেশনা সংস্থা।

কানাডার যে সকল সিনেমা হলে হাওয়া চলবে: সিনেপ্লেক্স ইগ্লিনটন টাউন সেন্টার (টরন্টো), সিনেপ্লেক্স কান্ট্রি পার্ক (মিসিসাগা), সিনেপ্লেক্স সাউথ কিইস (অটোয়া), সিনেপ্লেক্স ফোরাম (মন্ট্রিল), সিনেপ্লেক্স সিনেমা সিটি নর্থগেট (উইনিপেগ), সিনেপ্লেক্স সানরিজ স্পেকটার্ম (ক্যালগারি), সিনেপ্লেক্স সাউথ এডমন্টন সিনেমাস (এডমন্টন), সিনেপ্লেক্স স্কটিয়াব্যাংক থিয়েটার(হ্যালিফ্যাক্স), সিনেপ্লেক্স স্ট্রবেরি হিলস (সারে), সিনেপ্লেক্স স্কটিয়াব্যাংক থিয়েটার (সাসকাটুন), সিনেপ্লেক্স সিনেমাস নরম্যানভিউ (রেজিনা)।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’-র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

হাওয়া’ নির্মাণ করেছে ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

সারাবাংলা/এজেডএস

কানাডা মুক্তি চঞ্চল চৌধুরী নাজিফা তুষি মেজবাউর রহমান সুমন শরিফুল রাজ হাওয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর