পরাণের পর এবার রাফী কী চমক নিয়ে আসছেন? রাফীর পরবর্তী নির্মাণ ‘নিঃশ্বাস’। ২০ আগস্ট রাতে চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই সিনেমার একটি টিজার প্রকাশ করেন। সেখানে দেখা গেছে হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। তিনি বন্ধুক হাতে রাগান্বিত হয়ে গুলি করছেন। কিন্তু কেন?
এই সিনেমায় ফারিণ বাদে আর কারা অভিনয় করেছেন, কবেই বা মুক্তি পাবে ‘নিঃশ্বাস’ তা অবশ্য জানা যায়নি।
এ বিষয়ে পরিচালক রায়হান রাফী বলেন, ‘আমি আসলে খুব ভাগ্যবান। সেই সাথে খুব খুশি যে আমার সিনেমা প্রেক্ষাগৃহে চলছে আবার ওটিটিতেও আসবে। চরকি আমার জন্য একটা সিনেমা হল। যারা হলে যেতে পারেন না তারা দেশ-বিদেশ থেকে চরকি দেখেন। নিঃশ্বাস এখন পর্যন্ত আমার করা সবচেয়ে এক্সপেরিমেন্টাল কাজ। আমার সব ছবি থেকে এই ছবির মেকিং, স্টাইল, জনরা সব কিছুই আলাদা।’
এক বছরেই ওটিটি ও হল মিলিয়ে এতোগুলো সিনেমা কিভাবে বানাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আসলে সিনেমার মধ্যেই থাকি। সিনেমার মধ্যে খাই, ঘুমাই। গল্পের মধ্যে থাকি। আমার জীবনটাই সিনেমা। আমি যখন থেকে সিনেমাতে কাজ শুরু করেছি তখন থেকে ১ সপ্তাহের জন্য ব্রেক নেইনি। আমি কাজের মধ্যে থাকতেই পছন্দ করি। এ জন্য বোধয় দর্শককে এতো এতো সিনেমা দিতে পারছি।
রাফী আরও বলেন, ‘আমি আসলে দর্শককে ঠকাতে চাই না। দর্শক তো নিজের সময়, টাকা সব দিয়ে সিনেমাটা দেখে। তাদেরকে ঠকালে তো আমাদের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। জানি না নিশ্বাস-এর টিজার দেখে দর্শক কতটুক বুঝতে পেরেছে, এই সিনেমার অনেক বড় একটা সেট বানানো হয়েছে। সেই সাথে সিনিয়র জুনিয়র মিলিয়ে ৫০-৬০জন আর্টিস্ট কাজ করেছেন। আমরা অনেক খেটে কাজ করি।’