সুস্থতার পথে কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, ফিরল জ্ঞান
২৫ আগস্ট ২০২২ ১৫:২৪
গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব। একটা সময় তার ব্রেন ডেথের খবরও ছড়িয়ে পড়ে। চিকিৎসকরাও কার্যত হাল ছেড়ে দিয়েছিলেন, জানিয়েছিলেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন না কমেডিয়ান। অবশেষে দু- সপ্তাহ পর চোখ মেললেন তিনি। বর্তমানে দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন রাজু।
ভারতীয় সংবাদমাধ্যমে রাজু শ্রীবাস্তবের সহকারী গর্বিত নারাং জানিয়েছেন, ‘১৫দিন পর রাজু ভাইয়ের আজ জ্ঞান ফিরেছে। দিল্লি এইমস-এর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন, উনার শারীরিক পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে।’
Raju Srivastava gained consciousness today after 15 days, he's being monitored by doctors at AIIMS Delhi. His health condition is improving: Garvit Narang, his Personal Secy
He was admitted here on Aug 10 after experiencing chest pain & collapsing while working out at the gym. pic.twitter.com/kmPfqRey1a
— ANI (@ANI) August 25, 2022
উল্লেখ্য গত ১০ আগস্ট জিমে ট্রেডমিলে দৌড়ানোর সময় হার্ট অ্যাটাকের শিকার হন এই কৌতুকাভিনেতা। তারপর থেকেই দিল্লি এইমস-এ ভর্তি রয়েছেন তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়ার দিনেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল স্ট্যান্ড আপ কমেডিয়ানের। তাকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে।
সারাবাংলা/এএসজি
কমেডিয়ান রাজু শ্রীবাস্তব সুস্থতার পথে কমেডিয়ান রাজু শ্রীবাস্তব