৩ মে বামবা’র কনসার্ট
২৪ এপ্রিল ২০১৮ ১৭:২১ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৮ ১৮:৩৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) বরাবরের মতো আয়োজন করতে যাচ্ছে কনসার্টের। দেশের প্রথম সারির ব্যান্ড দলগুলো নিয়ে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহৎ এই আয়োজন। তবে আয়োজনটি ওপেন এয়ার নয়, হবে ইনডোরে।
৩ মে বেলা ১২টা থেকে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘বামবা লাইভ চ্যাপ্টার ওয়ান’ শীর্ষক এই কনসার্ট। এতে অংশ নেবে ব্যান্ড দল মাইলস, ওয়ারফেজ, ফীডব্যাক, অর্থহীন, দলছুট, মাকসুদ ও ঢাকা, পেন্টাগন, নেমেসিস, আর্বোভাইরাস, ভাইকিংস, শূন্যসহ আরও কয়েকটি জনপ্রিয় ব্যান্ড দল।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeIeSpBPdrUgYJiko_3UnGpkS71oHwHntybtHEKcoEdXLJxGw/viewform
ব্যান্ড ভক্ত ও আগ্রহীরা বিনামূল্যেই উপভোগ করতে পারবেন এই কনসার্ট। শুধু রেজিস্ট্রেশন করে নিতে হবে ফেসবুকে। তাহলেই নিবন্ধিতরা কনসার্টে ঢুকতে পারবেন।
এ প্রসঙ্গে বামবার সভাপতি হামীন আহমেদ বলেন, ‘এক মঞ্চে সব ধরনের ব্যান্ড দলের আয়োজন শুনতে পাবেন শ্রোতারা। এটা একটা বড় সুযোগ। ভক্ত-শ্রোতাদের সামনে নিজেদের উপস্থাপন করে ব্যান্ড দলগুলোও নিশ্চয়ই উৎফুল্ল হবে।’
বামবা’র এবারের আয়োজনের পৃষ্ঠপোষক স্কাইট্র্যাকার।
ছবি: আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/পিএ/পিএম