Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শনিবার বিকেল’-এর পাশে ডিরেক্টরস গিল্ড

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ আগস্ট ২০২২ ১৪:০৪

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকা। সম্প্রতি ছবিটি মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে শিল্পাঙ্গনের মানুষরা। সে দাবির সঙ্গে যোগ দিলো টেলিভিশন নাটক পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। একই সঙ্গে তারা সেন্সর প্রথা বাতিল করে গ্রেডেশন সিস্টেম চালু করার দাবি জানিয়েছে।

সংগঠনটির ফেসবুক পেইজে এক বিবৃতির মাধ্যমে এ দাবি জানায় ডিরেক্টরস গিল্ড।

তারা লিখেন, তিন বছরের বেশি সময় ধরে শনিবার বিকেল সেন্সর ছাড়পত্র পাচ্ছে না, এটা মুক্তচিন্তার জন্য সবচেয়ে বড় বাঁধা। সেন্সর বোর্ড এই সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র কেনো দিচ্ছে না, তা আমাদের কাছে পরিস্কার না।

প্রায় ধ্বংস হতে যাওয়া সিনেমা যে কয়েকজন পরিচালক এখনো আশার আলো দেখাচ্ছে, যে ক’জন পরিচালক আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলা চলচ্চিত্রকে বিশেষ ভাবে পরিচয় করাতে সক্ষম হয়েছে, তাদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী অন্যতম।

তার প্রায় সব সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে গুরুত্বের সাথে প্রদর্শন করা হয়। অনেক সিনেমা পুরস্কৃত হয়েছে, যা আমাদের জন্য গর্বের। ২০১৯ সালে ‘শনিবার বিকেল’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪১তম আসরে রাশান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার এবং কমেরসান্ত পুরস্কার সহ আরো অনেক উৎসবে পুরস্কৃত হয়। এছাড়া বুসান ও সিডনি সহ আরো অনেক উৎসবের অফিসিয়াল সিলেকশনে স্থান পায় “শনিবার বিকেল”।

বাংলাদেশেও আমরা “শনিবার বিকেল” সিনেমাটি দেখতে চাই। বাংলা সিনেমা উন্নতির ধারা অব্যহত রাখার জন্য “শনিবার বিকেল” এর সেন্সর ছাড়পত্র না দেওয়ায় প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বর্তমান সেন্সর আইনের পরিবর্তে সেন্সর গ্রেডেশন পদ্ধতি চালুর দাবী জানাচ্ছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

ডিরেক্টরস গিল্ড শনিবার বিকেল

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর