Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ৪ গুণী শিল্পীর গানে মুগ্ধ চট্টগ্রামবাসী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ আগস্ট ২০২২ ১৮:০০

সুরের মুর্ছনায় মুগ্ধ করলেন চার গুণী শিল্পী। শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ঢাকার এই শিল্পীদের গান শুনতে ভিড় করেছিলেন সংগীতপ্রেমীরা। ‘এই লভিনু সঙ্গ তব’ শীর্ষক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম শাখা। আর এতে একের পর এক গান শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী বুলবুল ইসলাম, লাইসা আহমদ, শারমিন সাথী ইসলাম এবং এ টি এম জাহাঙ্গীর।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কথামালায় অংশ নেন পরিষদের চট্টগ্রামের আহ্বায়ক শিক্ষাবিদ অনুপম সেন, শিল্পী বুলবুল ইসলাম ও সদস্য সচিব শ্রেয়সী রায়। অতিথিরা বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের প্রেরণার উৎস। বাঙালির প্রেম ও বিরহের কবি রবিঠাকুরের সঙ্গে নিত্য ওঠাবসা আমাদের। বাঙালি সাংস্কৃতির জাগরণের জন্য রবীন্দ্র চর্চার বিকল্প নেই। যুগে যুগে নানা আন্দোলন সংগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশের মতো কবিরা আমাদের প্রেরণা জুগিয়েছেন।’

বিজ্ঞাপন

এর আগে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই চার শিল্পীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা। এতে কিশোর বিভাগে অংশ নেয় ১১ থেকে ১৬ বছর বয়সীরা এবং সাধারণ বিভাগে অংশ নেয় ১৬ থেকে তদূর্ধ্ব শিল্পীরা। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক অনুপম সেন বলেন, ‘রবীন্দ্রনাথ বাঙালির শ্রেষ্ঠ অর্জন। তাদের মতো সাহিত্যিকদের কারণে প্রতিটি জাতি তাদের পরিচয় তুলে ধরতে পারেন। যেমন ইংলিশরা শেক্সপিয়র এর কারণে ইংরেজরা নিজেদের অনন্য মর্যাদায় নিয়ে গেছেন এভাবেই রবীন্দ্রনাথ বাঙালির অনন্য সম্পদ হিসেবে থাকবেন।’

সারাবাংলা/আরডি/এএসজি

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর