Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোট থেকে বড়!


১৬ ডিসেম্বর ২০১৭ ১৪:০০ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’-এ পূজা চেরির ভূমিকা ছিলো শিশুশিল্পীর। এরপর ‘ছোট সংসার’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘সন্তানের মতো সন্তান’, ‘জান তুমি প্রাণ তুমি’, ‘তবুও ভালোবাসি’, ‘ভালোবাসতে মন লাগে’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘অগ্নি’- শিশুশিল্পী হয়ে পূজা অভিনয় করেছে প্রায় কুড়িখানেক ছবিতে।

পূজা এখন বড় হয়েছে। ‘শিশুশিল্পী’র খোলস থেকে বেরিয়ে সে এখন পরিণত নায়িকা। দু’টো ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। নায়িকা পূজার প্রথম দেখা পাওয়া যাবে আসছে বছরের ফেব্রুয়ারিতে।

যৌথ প্রযোজনার ছবি ‘নূরজাহান’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি। অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় এ ছবিতে পূজার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অদ্রিত। ‘নূরজাহান’-এর পর বড়পর্দায় আসবে সিয়াম-পূজা জুটির ‘পোড়ামন-২’।

বিজ্ঞাপন

পূজার সময়টা তাই কাটছে আনন্দ এবং উদ্বেগে। পুরনো পরিচয় মুছে নায়িকা হিসেবে নিজেকে মেলে ধরার এই সুযোগ পুরোপুরিই কাজে লাগাতে চায় সে। অপেক্ষা এখন ১৬ ফেব্রুয়ারির! অপেক্ষা দর্শকদের মুখোমুখি হওয়ার!

ছবি: নূর

সারাবাংলা/কেবিএন/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর