চলচ্চিত্রের মার্কেট বাড়াতে গবেষণার কথা বললেন ইলিয়াস কাঞ্চন
৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫০
বুধবারের খবর মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ ছবিটি আমেরিকান বক্স অফিসের শীর্ষ ত্রিশে উঠে এসেছে। গেল দুই ঈদের ছবিগুলো রেকর্ড ব্যবসা করেছে। অথচ আমাদের দেশের চলচ্চিত্রের বাজার আসলে কতটুকু এ নিয়ে কোনো গবেষণা নেই। এ বিষয়ে গুরুত্ব আরোপ করলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
৯ সেপ্টেম্বর শামীম আহমেদ রনি পরিচালিত ‘লাইভ’ ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের শেষের দিকে ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন।
তাকে প্রশ্ন করা হয়েছিল, আমাদের ছবি কিছু ব্যতিক্রম ছাড়া ঠিকঠাক দর্শকদের কাছে পৌঁছাতে পারছে না। এর কারণ কি চলচ্চিত্র নিয়ে সঠিক গবেষণা নেই? উত্তরে বর্ষীয়াণ এ অভিনেতা বলেন, “আমি কিন্তু একটা কোম্পানীর সঙ্গে যুক্ত ছিলাম। তারা কিন্তু কোনো পণ্য বাজারে ছাড়ার আগে মার্কেট স্টাডি করতো। কী পরিমাণ এবং কত হাজার কোটি টাকার পণ্যের চাহিদা আছে বাজারে। সে চাহিদা কারা কারা পূর্ণ করতে পারছে। অন্য কোম্পানিগুলোর পর বাকি যে জায়গাটা থাকে সে জায়গাটায় ওই কোম্পানিটা যাওয়া চেষ্টা করবে। কিন্তু আমাদের এখানে এটা নাই কিন্তু। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মার্কেটটা কত?”
‘এখন সিনেমার মার্কেটের চাহিদাটা কী? দর্শক চায় কী? পৃথিবীর সব জায়গায় কিন্তু এ গবেষণা হয়। এ গবেষণাগুলো আমাদের এখানে হয় না। এগুলো তো করার কথা প্রযোজক সমিতির। কিন্তু তাদেরই তো কমিটি নেই অনেক বছর। শিগগিরই তাদের নির্বাচন হবে। আশা করছি তারা এ ব্যাপারে উদ্যোগ নিবে,’— বলেন ইলিয়াস কাঞ্চন।
তিনি জানান, প্রযোজকরা উদ্যোগ নিলে তার পাশে থাকবে চলচ্চিত্র শিল্পী সমিতি।
সারাবাংলা/এজেডএস