Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় সপ্তাহেও উত্তর আমেরিকায় ১৩ থিয়েটারে বইছে ‘হাওয়া’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৯

প্রথম কোনো বাংলাদেশী সিনেমা হিসাবে তৃতীয় সপ্তাহে রেকর্ড ১৩টি থিয়েটারে চলছে ‘হাওয়া’। নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

১৬ সেপ্টেম্বর থেকে আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে ৭টি স্টেট এর ১০টি থিয়েটারে দ্বিতীয় সপ্তাহেও বইছে ‘হাওয়া’। স্টেটগুলো হলো নিউইয়র্ক, মেরিল্যান্ড, ভার্জিনিয়া,কানিক্টিকাট, মিশিগান, টেক্সাস এবং জর্জিয়া।

বিজ্ঞাপন

একই দিন থেকে পুরো সপ্তাহ কানাডায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে ২টি প্রভিন্স অন্টারিও এবং ম্যানিটোবা-এ ৩টি থিয়েটারে তৃতীয় সপ্তাহেও বইছে হাওয়া।

‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর পরিবেশনায় সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এবং ফেইসকার্ড প্রোডাকশন নির্মিত মেজবাউর রহমান সুমন এর সিনেমা ‘হাওয়া’ প্রথম সপ্তাহে কানাডায় ১৩টি এবং আমেরিকায় ৭৩টি মোট ৮৬ হলে মুক্তি পায় । দ্বিতীয় সপ্তাহেও উত্তর আমেরিকায় ৩৫টি থিয়েটারে চলেছে হাওয়া। মুক্তির প্রথম চারদিনে বা উইকেন্ড-এ বক্সঅফিসে ঝড় তুলে বক্সঅফিস কমস্কোর এর ইউএস টপচার্টে ২৭ নম্বরে এসেছে ‘হাওয়া’।

সারাবাংলা/এজেডএস

উত্তর আমেরিকা তৃতীয় সপ্তাহ হাওয়া

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর