স্পাইডির মাস্তানি এবার এলাকার বাইরে
২৫ এপ্রিল ২০১৮ ১৯:৩৯ | আপডেট: ২৪ জুন ২০১৮ ১৬:৫৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
মার্ভেলের জনপ্রিয় কার্টুন চরিত্র স্পাইডার ম্যান। বড় পর্দায় আসার পর থেকেই দর্শকদের পছন্দের তালিকায় চলে আসে স্পাইডার ম্যান সিরিজ।
২০১৭ সালে মুক্তি পায় স্পাইডার ম্যান হোমকামিং। এখন পর্যন্ত মুক্তি পাওয়া স্পাইডার ম্যান সিরিজের শেষ সিনেমা এটি। দর্শকদের জন্য আনন্দের খবরটি দিলেন মার্ভেল স্টুডিওসের প্রধান নির্বাহী কেভিন ফাইগা।
আনন্দের খবরটি হলো, নির্মিত হবে স্পাইডার ম্যান হোমকামিং সিরিজের নতুন কিস্তি। বিষয়টি নিশ্চিত করে কেভিন বলেন, ‘এবারের স্পাইডার ম্যানের শুটিং হবে লন্ডনে। এবারই প্রথম পিটার পার্কার তার হোমটাউন নিউ ইয়র্কের কুইন্স থেকে বাইরে থাকবেন। এর আগেও আমরা লন্ডনে শুটিং করেছি। কিন্তু এবারের কারণটা ভিন্ন। স্পাইডার ম্যান নিজের বাড়ি নিউ ইয়র্কে কিছু সময় কাটাবেন। কিন্তু এবার পৃথিবীর অন্যান্য প্রান্তেও দেখা যাবে তাকে।’
জুলাইয়ের শুরু থেকেই শুরু হবে স্পাইডার ম্যান সিরিজের নতুন সিনেমার শুটিং। মূলত অ্যভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার-এর মুক্তি পরবর্তী কাজ শেষ করেই স্পাইডার ম্যান সিরিজের কাজ শুরু করবে মারভেল।
স্পাইডার ম্যান হোমকামিং ছবিতে স্পাইডার ম্যান চরিত্রে অভিনয় করেন ২১ বছর বয়সী বৃটিশ অভিনেতা টম হল্যান্ড। ২২ বছর বয়সে তিনি অভিনয় করতে যাচ্ছেন স্পাইডারম্যান হোমকামিংয়ের দ্বিতীয় কিস্তিতে। নতুন পর্বে কোনো চরিত্রের পরিবর্তন হচ্ছে না, তবে আসতে পারে নতুন কিছু চরিত্র। ২০১৯ সালের ৫ জুলাইতে ছবিটি মুক্তির পরিকল্পনা করছে মারভেল।
সারাবাংলা/পিএ