Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো মাহি-আদরের ‘এত আলো’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ অক্টোবর ২০২২ ২২:১৬

টাইটেল গানের পর মাহি-আদরের রোমান্টিক গান প্রকাশিত হলো। ‘যাও পাখি বলো তারে’ ছবির ‘এত আলো’ শিরোনামের গানটির কথা লিখেছেন এ মিজান। সুর করেছেন বেলাল খান। কণ্ঠও তার। গানটি টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

‘যাও পাখি বলো তারে’ ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। ছবিটি ৭ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আদর-মাহি ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অভিনেতা রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।

জাহিদ হাসান অভির দ্য অভি কথা চিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এর গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা। গানের সঙ্গীত করেছেন জেকে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখ এবং গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, ইলিয়াস হোসাইন, সায়েরা রেজা, মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান। সিনেমাটির লাইন প্রযোজক হিসেবে আছেন ইমদাদুল ইসলাম যিকরান।

সারাবাংলা/এজেডএস

আদর আজাদ এত আলো মাহিয়া মাহি যাও পাখি বলো তারে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর