Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী জানুয়ারিতে ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ অক্টোবর ২০২২ ২১:৪৯

গত বছরের ৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিলো ‘মিশন এক্সট্রিম’-এর প্রথম পর্ব। এবার ছবিটির দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’ আগামী বছরের প্রথম সপ্তাহে। অর্থাৎ ৬ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। সোমবার (৩ অক্টোবর) এক মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে এ তারিখ ঘোষণা করেন ছবির পরিচালক সানী সানোয়ার।

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুটি পর্বই ফয়সাল আহমেদের সাথে যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার। ছবিটি নিয়ে এর আগে সানী সানোয়ার জানিয়েছিলেন,‘প্রথম পর্বের সাফল্যের পর আমরা ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি, এটা সত্যি আনন্দের।’

বিজ্ঞাপন

‘ব্ল্যাক ওয়ার’-এ প্রথম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়। ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বেই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ।

কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

সারাবাংলা/এজেডএস

দ্বিতীয় পর্ব ব্ল্যাক ওয়ার মিশন এক্সট্রিম

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর