Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিবের চার ছবির তিনটিরই খবর নেই

আহমেদ জামান শিমুল
৭ অক্টোবর ২০২২ ২৩:০৬

তিন বছর আগে নিজের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে চারটি ছবি নির্মাণের ঘোষণা দেন শাকিব খান। ২০১৯ সালের ২৩ জুন বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিগুলোর নাম প্রকাশ করেন। এগুলো হচ্ছে কাজী হায়াতের ‘বীর’, বদিউল আলম খোকনের ‘ফাইটার’, মালেক আফসারীর ‘পাসওয়ার্ড ২’ ও হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। এরমধ্যে একমাত্র ‘বীর’ ছবিটি নির্মিত হয়ে মুক্তিও পেয়েছে। বাকি তিনটির এখন পর্যন্ত শুটিং শুরু হয়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা কথা বলেছে তিনটি ছবির পরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে। এরমধ্যে ‘ফাইটার’ ছবিটি বদিউল আলম খোকন বাইরের প্রযোজককে নিয়ে নির্মাণ করছেন। শাকিব দীর্ঘদিন তার সঙ্গে এ ছবি নিয়ে কোনো যোগাযোগ রাখেনি। তাই এ ছবির বর্তমানে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পী চৌধুরী। বর্তমানে এর চিত্রনাট্য লেখা হচ্ছে। লিখছেন কমল সরকার।

মালেক আফসারী জানালেন, ‘পাসওয়ার্ড ২’ আর হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, ছবির ঘোষণার পরে তো দেশের করোনা শুরু হলো। এরপর ওর দিক থেকেও খুব একটা যোগাযোগ হয়নি। সবমিলিয়ে ছবিটা আর হচ্ছে না। হয়তো শাকিবের সঙ্গে আমার অন্য কোনো ছবি হবে।

‘প্রিয়তমা’র হিমেল আশরাফ ঘোষণা দেন ২০১৭ এর দিকে। তখন শাকিব খানের সঙ্গে এ ছবির সহপ্রযোজক ছিলেন আরশাদ আদনান। পরবর্তীতে আরশাদ আদনান সরে দাঁড়ান এবং হিমেল আশরাফ আমেরিকায় চলে যান। শাকিব খান এ ছবিটির চিত্রনাট্য সরকারি অনুদানের জন্য জমা দেন ২০২০-২১ অর্থ বছরের জন্য। যদিও অনুদান পাননি।

হিমেল আশরাফ বলছেন, ছবিটি তার স্বপ্নের একটি ছবি। এ ছবি আজ হোক কাল হোক হবেই। শাকিব খানকে নিয়েই এ ছবি হবে।

শাকিব খানের এসকে ফিল্মস থেকে প্রথম প্রযোজনা ছিল ‘হিরো দ্য সুপারস্টার’। এরপর ঘোষিত চারটির মধ্যে একটি ছবিই আলোর মুখ দেখেছে। এ অবস্থায় তিনি সাতটি নতুন ছবির ঘোষণা দিয়েছেন। এখন দেখার বিষয় এর মধ্যে কয়টি ছবি শেষ পর্যন্ত আলোর মুখ দেখে।

সারাবাংলা/এজেডএস

চার ছবি টপ নিউজ শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর