Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে ও সিঁদুর বিতর্কে মুখ খুললেন অপু বিশ্বাস

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ অক্টোবর ২০২২ ১৮:৫৮

কলকাতায় দূর্গা পূজা উপলক্ষে গিয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে বিভিন্ন পূজা মন্ডপে যান এবং অনুষ্ঠানে অংশ নেন। ওখানকার একটি ছবিতে তাকে সিঁদুর পরিহিত অবস্থায় দেখা যায়। যা নিয়ে অনেকেই বলা শুরু করেন অপু বিশ্বাস তাহলে নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলা তো ‘শাকিব খানের সঙ্গে ডিভোর্সের পরও বিজয়াতে অপুর সিঁথিতে সিঁদুর, ফের লুকিয়ে বিয়ে?’ শিরোনামে সংবাদও প্রকাশ করে ৬ অক্টোবর। তবে তিনি বিষয়গুলো নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেইজে খোলাসা করেছেন। বিয়ের বিষয়টিও অস্বীকার করেছেন তিনি।

বিজ্ঞাপন

সব গুঞ্জন উড়িয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার রাতে অপু বিশ্বাস লেখেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্তি হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল, আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।’

সারাবাংলা/এজেডএস

অপু বিশ্বাস বিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর