‘পটাকা’ ফাটালেন নুসরাত ফারিয়া
২৭ এপ্রিল ২০১৮ ১২:২৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ১৫:০২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। নুসরাত ফারিয়ার বেলায় কথাটা হবে, ‘যিনি নাচেন, তিনি গানও করেন!’ ফারিয়ার যাত্রা অভিনয় দিয়ে হলেও ‘অলরাউন্ডার’ হিসেবে সিনেমা ইন্ডাস্ট্রিতে সুনাম রয়েছে এই নায়িকার। নাচ, অভিনয়, উপস্থাপনার পর এবার তিনি গাইলেন গান। আর প্রথম গান দিয়েই দুই বাংলায় একযোগে ‘পটাকা’ ফাটালেন ‘আশিকী’ খ্যাত এই নায়িকা।
নুসরাত ফারিয়ার গাওয়া প্রথম গান-ভিডিওটির নাম ‘পটাকা’। প্রথম গানেই রীতিমতো ঝড় তুলে দিয়েছেন এই নায়িকা। ভক্তরা বলছেন, উৎসব উৎসাহে নাচের জন্য একটি গান পাওয়া গেল এবার। গানটিতে নুসরাতের গায়কিরও প্রশংসা করছেন সবাই।
মিউজিক ভিডিওটি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘আমি গান শিখে আসিনি, এমনিতেই গুনগুন করে গাইতাম। আশা করছি গানটি শুনে শ্রোতারা হতাশ হবেন না। এই গানটি থেকে যে টাকা আসবে তার কিছু অংশ আমি শিশুদের জন্য দান করবো।’
বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে ‘পটাকা’। সিএমভি মিউজিক স্ট্যাশন ও কলকাতার এসভিএফের ইউটিউব চ্যানেল মিলিয়ে একদিনেই আড়াই লাখ ভিউ হয়েছে গানটির। গানটির প্রকাশনা অনুষ্ঠানে ফারিয়াকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, সহ অভিনেতা আরিফিন শুভ, কন্ঠশিল্পী কনা এবং লাক্সতারকা বাধন।
‘পটাকা’ গানটির নৃত্য নির্দেশনা দিয়েছেন বাবা যাদব। গানের কথা লিখেছেন রাকিব রাহুল। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গোটা মিউজিক ভিডিওটির দৃশ্যায়ন করা হয়েছে মুম্বাইয়ে। গানটির জন্য অর্থায়ন করেছেন কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্ম, বাংলাদেশের বাংলাফ্লিক্স ও প্রাণ আরএফএল।
ছবি: আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/টিএস/পিএ