সাজ্জাদ খানের ‘কাঠগোলাপ’
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ অক্টোবর ২০২২ ১৬:৫১
১৩ অক্টোবর ২০২২ ১৬:৫১
ধর্ষনবিরোধী গল্পে তরুণ নির্মাতা সাজ্জাদ খান বানিয়েছিলেন ‘সাহস’। সে ছবির পর তার দ্বিতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘কাঠগোলাপ’।
সাদা পাপড়ির মধ্যে হলুদ রঙের ছোঁয়ায় কাঠগোলাপ অনেকের প্রিয় ফুল। ছবির নাম কেন ফুলের নামে? ‘কাঠগোলাপের ঘ্রাণ অনেকের কাছে প্রিয়। তেমনি কিছু মানুষ আছে যারা সমাজের সব জায়গায় নিজেদের ঘ্রাণ ছড়ান অর্থাৎ তারা সব কাজে লাগেন। অথচ তাদের কাজে কাউকে পাওয়া যায় না। এককথায় সমাজের এমন কিছু ক্রাইসিস, মানসিক দ্বন্দ্বের গল্প আমরা বলতে চাইছি যা আগে বলা হয়নি’,— বলেন সাজ্জাদ।
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কেয়া, সুজন হাবিব, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, জামশেদ শামীম। কাহিনি ও চিত্রনাট্য করেছেন অপূর্ণ রুবেল।
‘কাঠগোলাপ’-এর শুটিং শুরু হবে আগামী ১৬ অক্টোবর থেকে। শুটিং হবে ঢাকার বনশ্রী, উত্তরা ও মিরপুরে।
সারাবাংলা/এজেডএস