সময়কে তুলে ধরতে সিরিজ কনসার্ট ‘এই সময়’
১৫ অক্টোবর ২০২২ ১৭:০৫
ব্যান্ড মানেই প্রথা ভাঙার গান। সময়ের ভাষ্য তুলে ধরতে যে সকল ব্যান্ড-এর গানে মেতে উঠছে বর্তমান প্রজন্মের তারুণ্য তাদের নিয়েই এগুতে চায় ‘এই সময়’-শীর্ষক সংগীত উদ্যোগ। তারই প্রথম অধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলোর গানে শহরের একপ্রান্তে নেমে আসে তারুণ্যের আগুনঝরা এক সন্ধ্যা।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর ৩টা থেকে শুরু হয় এ আয়োজন, চলে রাত ৯টা অব্দি। কনাসার্টটি আয়োজন করে অ্যাকোস্টিকা। পাওয়ার্ড বাই মেটাল ফ্রিক টি শার্ট।
গান গেয়ে প্রথমেই মঞ্চ মাতায় ‘আপেক্ষিক’ ব্যান্ড। ‘লেফট রাইট’ দিয়ে শুরু করে ব্যান্ড বাংলা ফাইভ ব্যান্ড পরিবেশন করে তাদের শ্রোতানন্দিত গানগুলো। ব্যান্ডের ভোকাল সিনা হাসান বলেন, ‘এই কনসার্টের বিশেষত্ব হচ্ছে এতে অডিয়েন্স এসেছেন শিল্পীদের আমন্ত্রণে। তারা যে অর্থমূল্য দিয়ে টিকেটটা কিনলেন তা সরাসরি পাচ্ছেন শিল্পীরা। প্রথম অধ্যায়টি আমরা ইনডোর করেছি। সামনের আয়োজনগুলো আরও বৃহৎ পরিসরে ওপেন এয়ার-এ অনুষ্ঠিত হবে বলে আশা করছি।’
শহরতলীর গানে গান ও কবিতার সমন্বয়, সহজিয়ার ‘ছোট পাখি ছোট পাখি, সর্বনাশ হয়ে গেছে’র মতো গানে সময়ের ব্যাথা জেগে ওঠে তারুণ্যের সম্মিলিত কন্ঠে ও মনে ও মননে। একই ভাবে সোনার বাংলা সার্কাস-এর ‘মৃত্যু উৎপাদন কারখানা’-যেন সময়ের বিস্ফোরণ।
মঞ্চে উঠেই আভাস ব্যান্ড নিয়ে নতুন করে পথচলা তানজীর তুহিন বলেন, ‘শিক্ষা, মনন, বিবেক সকল কিছু নিয়ে নতুন প্রজন্ম বেড়ে উঠুক, গড়ে উঠুক এই শহর, নতুন প্রজন্মের ব্যান্ডগুলো এগিয়ে যাক এই সময়ের গানে। আয়োজকদের ধন্যবাদ এমন কনসার্ট আয়োজনের জন্য।’
মহিনের ঘোড়াগুলির ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে বোক বাক্সতে বন্দী’ দিয়ে শুরু করেন তুহিন। তার গানের কথা ও সুরেও ‘এই সময়’ ফুটে উঠে দারুণভাবে। তুহিন গাইলেন-একটা একটা করে দিন কেটে গেল আমার মানুষ হলাম কই? গাইলেন একইসঙ্গে তার শ্রোতাপ্রিয় বেশকিছু গান।
সবশেষে মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’। এসো আমার শহরে না বলা গল্পের ভীড়ে-এমন আহ্বানে ব্যান্ডের ভোকাল শিবু কুমার শিল আমন্ত্রণ জানান গানে গানে। একে একে ‘কিছু বিষাদ হোক পাখি’ কিংবা ‘নির্বাণ’ এর মতো বেশ কিছু গান। সব শেষে কথা ও সুরের মোহ মায়ায় ‘এ হাওয়া’য় ভাসিয়ে শেষ হয় ‘এই সময়: অধ্যায় ১’।
এই আয়োজন প্রসঙ্গে কনসার্টের সমন্বয়ক সৈকত বিশ্বাস টুটুল বলেন, ‘দেশের প্রতিষ্ঠিত ব্যান্ডগুলোর কিছুটা বাইরে এসে যে সব ব্যান্ডগুলোর গানে সময়ের নতুন ভাষ্য উঠে আসছে তাদের নিয়ে আমাদের এই যাত্রা। প্রথম অধ্যায়-এর গানে কিছু সাইকেডেলিক ব্যান্ড নিয়ে আমরা এ আয়োজনটি করেছি।’ টুটুল আরও জানান, “এ আয়োজনে সামনের দিনগুলোতে নতুন নতুন ব্যান্ড যুক্ত হবে। রাজধানী ছাড়িয়ে দেশের নানা প্রান্তে ‘এই সময়’-নানা অধ্যায়ে এগিয়ে যাবে।”
সারাবাংলা/এএসজি