Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবধান! আসছে ‘কনজিউরিং’


২৮ এপ্রিল ২০১৮ ১৭:০৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

ফিরছে সেই কর্কশ পুতুল। পর্দায় যে পুতুল তৈরি করেছিল ভয়ের দুনিয়া। দর্শকরাও সেই ভয়ের রেশ কাটাতে পারেনি কয়েক বছর ধরে। এক বছর পরপরই সেই পুতুল পর্দায় ফিরেছেন ‘কনজিউরিং’ শিরোনামে।

আবারও পর্দায় আসছে ‘কনজিউরিং’। তৃতীয় কিস্তি নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নিশ্চিত করেছে চলচ্চিত্র বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি। নাম চূড়ান্ত না হওয়া ‘কনজিউরিং’ সিরিজের নতুন এই পর্বটি মুক্তি পাবে ২০১৯ সালের ৩ জুলাই।

গ্যারি ডুবারম্যান জানিয়েছেন সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা দুটোই করবেন তিনি নিজে। এটি হবে তার পরিচালিত প্রথম সিনেমা। আগের দুটি পর্বের চিত্রনাট্যও তিনি লিখেছিলেন।

অ্যাটোমিক মনস্টার প্রোডাকশনস এবং ডিজিটাল এন্টারটেইনমেন্ট মিলে প্রযোজনা করবে ছবিটি। কনজিউরিং ইউনিভার্সের ব্যানারে মোট চারটি সিনেমা মুক্তি পেয়েছে এখন পর্যন্ত। যার মধ্যে দুটি ‘কনজিউরিং’ শিরোনামে এবং বাকি দুটি ‘অ্যানাবেল’ শিরোনামে। চারটি ছবি মিলে সারাবিশ্ব থেকে আয় করেছে এক বিলিয়নের বেশি। কনজিউরিং ইউনিভার্সের পঞ্চম সিনেমা ‘দ্য নান’ মুক্তি পাবে চলতি বছরের ৭ সেপ্টেম্বর।

‘দ্য নান’ মুক্তির দশ মাস পরেই মুক্তি পাবে কনজিউরিংয়ের তৃতীয় সিনেমা।

সারাবাংলা/পিএ/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর