Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ সপ্তাহেই শাকিবের ‘শের খানের’ বিস্তারিত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ নভেম্বর ২০২২ ১৩:৫৩

আমেরিকা থেকে দেশে ফেরার পর শাকিব খান বেশ কয়েকটি ছবির ঘোষণা দিয়েছেন। রায়হান রাফির ‘প্রেমিক’, সানি সানোয়ারের ‘শের খান’সহ মোট সাতটি ছবির ঘোষণা এসেছে। সবগুলোই তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে হওয়ার কথা। এগুলোর অনেকগুলোই এ মাসে শুটিংয়ের কথা বলেছিলেন পরিচালকরা। তবে এখন পর্যন্ত তেমন কোনো আপডেট পাওয়া না গেলেও ‘শের খান’ নিয়ে কথা বলেছেন শাকিব।

এসকে ফিল্মস ও এর সহ-প্রযোজক কপ ক্রিয়েশনের ফেসবুক পেইজ থেকে ছবিটি নিয়ে জানা হয়েছে। সেখানে তারা লেখেন, শের খান সিনেমাটি এসকে ফিল্মস ও কপ ক্রিয়েশনের যৌথ প্রযোজনায় নির্মিত হবে এবং সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে।

বিজ্ঞাপন

আরও জানানো হয়, ‘চলচ্চিত্রটি নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে এ সপ্তাহেই। স্বল্প সময়ের মধ্যে শের খান নিয়ে আপনাদের আগ্রহ, উদ্দীপনা ও ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আশা করি শের খান চলচ্চিত্রটি আপনাদের আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।’

সারাবাংলা/এজেডএস

শাকিব খান শের খান