Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রণজিৎ রক্ষিত স্মরণে সম্মিলিত আবৃত্তি জোটের আবৃত্তিসন্ধ্যা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ নভেম্বর ২০২২ ১৪:০৫

বরেণ্য আবৃত্তিশিল্পী ও সংগঠক রণজিৎ রক্ষিত স্মরণে সম্মিলিত আবৃত্তি জোটের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তার চতুর্থ স্মৃতিসভা ও আবৃত্তিসন্ধ্যা। ৩১ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত এই স্মৃতিসভায় সভাপতিত্ব করেন আবৃত্তি জোটের সাবেক সভাপতি অঞ্চল চৌধুরী। জোটের সহসভাপতি প্রণব চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

স্মরণ অনুষ্ঠানে প্রয়াত আবৃত্তিশিল্পীকে নিয়ে স্মৃতিতর্পণ করেন বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও চবি আবৃত্তি মঞ্চের উপদেষ্টা মাছুম আহমেদ, আবৃত্তি জোটের সহ-সভাপতি বনকুসুম বড়ুয়া ও মছরুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী প্রয়াস, অর্থ সম্পাদক অনির্বাণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম বাপ্পী, সুপ্রিয়া চৌধুরী, সেলিম ভুইয়া প্রমুখ।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন উচ্চারকের সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিন, চবি আবৃত্তি মঞ্চের উম্মে সালমা নিঝুম, বোধনের সত্যজিৎ চক্রবর্তী, তারুণ্যের উচ্ছ্বাসের আনিকা ইবনারত সূচি, স্বপ্নযাত্রীর ইনাম ইলহাম, প্রমিতির অর্পিতা চৌধুরী, স্বদেশের মেরিলিন এ্যানি, মুক্তধ্বনির নাসরিন সোলতানা তমা, চট্টলার কাওসার মজুমদার, অঙ্গনের সানজিদা রশীদ, একুশের অনুকা গুহ, বৈখরীর স্মৃতি দে প্রমুখ।

সারাবাংলা/আরডি/এএসজি

রণজিৎ রক্ষিত স্মরণে সম্মিলিত আবৃত্তি জোটের আবৃত্তিসন্ধ্যা