ফারুক খানের গানে কোনাল
৮ নভেম্বর ২০২২ ১৬:৩৬
‘যদি মেঘের মতো নাইবা ভাসলে মনের সুনীল আকাশে’ গীতিকবি জি. এম ফারুক খানের লেখা প্রেমের এই গানটিতে কন্ঠ দিলেন চ্যানেল আই রিয়ালিটি শো ২০০৯ -এর সেরা কণ্ঠ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল।
৬ নভেম্বর রবিবার ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। গানটির সুরারোপ ও সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
গানটির রেকর্ডিং শেষে শিল্পী সোমনূর মনির কোনাল তার তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করে বলেন, ’যদি মেঘের মতো নাইবা ভাসলে মনের সুনীল আকাশে’ গানটি একটি মিষ্টি প্রেমের গান। এর কথা এবং সুর আমার কাছে অসাধারণ মনে হয়েছে ।
সুন্দর এই গানটি গাইতে পেরে আমি খুবই আনন্দিত। গানটি শ্রোতানন্দিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
গীতিকবি জি. এম ফারুক খান বলেন, গানটি বাংলাদেশ বেতারের স্বত্ত্ব। তারা তাদের সিডিউল মোতাবেক গানটি বেতারে শিগগিরই প্রচার করবেন।
সারাবাংলা/এজেডএস
কোনাল জি.এম ফারুক খান যদি মেঘের মতো নাইবা ভাসলে মনের সুনীল আকাশে