আমেরিকার ১৫ শহরে দামাল
১০ নভেম্বর ২০২২ ১৮:২২
গেল ২৮ অক্টোবর দেশে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘দামাল’। ছবিটি এবার দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে। প্রথম পর্যায়ে মুক্তি পাবে আমেরিকায়। বয়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ছবিটি আমেরিকায় মুক্তি পাবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ নভেম্বর নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, ক্যালফোর্নিয়ার নর্থ হলিউড, সান ফ্রান্সিসকো, টেক্সাসের ডালাস, হস্টোন, বাল্টিমোর, শিকাগো,ওরল্যান্ডো, মিয়ামি, ডেট্রয়েট, রেনো, পোর্টল্যান্ড, বোস্টনসহ ১৫টি শহরে ছবিটি মুক্তি পাচ্ছে ‘দামাল’।
এরপর ২ ডিসেম্বর রিগ্যাল, হারকিনস, সিনেমার্কের ৫০টি থিয়েটারে মুক্তি দেয়া হবে ‘দামাল’ ছবিটি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন,‘আমরা নিউ ইয়র্ক থেকে দামাল ছবিটি মুক্তি দিচ্ছি। এরপর ২ ডিসেম্বর থেকে ৫০টি সিনেমাহলে ছবিটি চলবে।’
১৯৭১ সালের ৮ আগস্ট কলকাতার বিখ্যাত ফুটবল ক্লাব মোহনগঞ্জের সঙ্গে একটি ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল। সে গল্পের পাশাপাশি মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাও উঠে আসবে ছবিতে। এতে স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে এ প্রজন্মের খেলোয়াড়দেরও একটা মেলবন্ধন দেখানো হয়েছে। রাফি জানান, ময়মনসিংহের কলসিন্দুরের মেয়েদের ফুটবল দলের গল্প উঠে এসেছে তার ছবিতে।
দামাল’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ।
৯ মাসের গবেষণায় তৈরি হয়েছেন দামালের চিত্রনাট্য। যৌথভাবে লিখেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি। গত ৮ আগস্ট চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পায় ‘দামাল’। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.।
সারাবাংলা/এজেডএস