Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলাল-অবন্তীর নতুন গান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৯:২৪

বেলাল খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে বেলাল খান ও অবন্তী সিঁথির কন্ঠে নতুন দ্বৈত গান তুমি কী আমার বন্ধু হবে। ‘তুমি কী আমার বন্ধু হবে, ভুলিয়ে দেবে দু:খ যত/ তুমি কী আমার স্বপ্ন হবে, জোনাক জ¦লা রাতের মতো’- এমন চমৎকার কথাগুলো লিখেছেন আকরাম হোসাইন।

গানটিতে সুরারোপ করেছেন বেলাল খান। শোভন রয়ের সংগীতায়োজনে গানটির ভিডিওচিত্রের দৃশ্যধারণ করা হয়েছে কক্সবাজার ও তার আশে পাশের মনোরম লোকেশনে। গানের বর্ণিল গানচিত্রে অভিনয় করেছেন রাকিব হোসাইন ও নুসরাত জাহান অন্তরা।

বিজ্ঞাপন

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর। গানটি প্রকাশের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই বাংলাদেশে মিউজিকের ট্রেন্ডিংয়ে রয়েছে।

এই গান প্রসঙ্গে বেলাল খান বলেন- ‘একেবারে নিরেট প্রেমের একটি গান। মিষ্টি বলতে যা বোঝায় তেমন। মিউজিকি ভিডিওতেও টাচি একটা গল্প রয়েছে। ভালো সাড়া পাচ্ছি।’ অন্যদিকে অবন্তী সিঁথি বলেন, ‘এমন মেলোডিয়াস গান করতে আমার বরাবরই ভালো লাগে। এটিও দারুন লেগেছে।’

সারাবাংলা/এজেডএস

অবন্তী সিঁধি বেলাল খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর