অভিনেতা বাবুর নতুন অ্যালবাম
২৯ এপ্রিল ২০১৮ ১৭:১৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৮ ১৭:২৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
অভিনয়ে ফজলুর রহমান বাবু জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত। অভিনয়ে তার সুনাম সবার মুখে। কিন্তু তার গুণ শুধু অভিনয়েই শেষ না। ভালো গানও করেন তিনি। বাবুর গানের প্রতিভার খবরও এতোদিনে জানা হয়ে গেছে সবার। ‘মনপুরা’ সিনেমার ‘নিথুয়া পাথারে’ গানটি গেয়ে পুরো দেশ কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। বাবুর গাওয়া আরেকটি জনপ্রিয় গান ‘ইন্দুবালা’।
একই নামে আবারও ফজলুর রহমান বাবুর অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে । অ্যালবামের নাম ‘ইন্দুবালা ৩’। ‘ইন্দুবালা’ ও ‘ইন্দুবালা ২’ অ্যালবামের ভালো সাড়া পাওয়ার কারণে তৃতীয় অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা। দেলোয়ার আরজুদা শরফের কথায় তিনটি গান দিয়ে সাজানো হয়েছে নতুন অ্যালবামটি। তিনটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন অমিত।
অ্যালবামটি নিয়ে ফজলুর রহমান বাবু আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ ‘ইন্দুবালা ’ ও ‘ইন্দুবালা ২’ এর মত ‘ইন্দুবালা ৩’ অ্যালবামের সবকটি গানও শ্রোতাদের ভালো লাগবে।’
আসছে ঈদুল ফিতরে প্রযোজনা প্রতিষ্ঠান রনস্ মিউজিক এর ব্যানারে অ্যালবামটি প্রকাশ পাবে। সঙ্গে আরও প্রকাশ পাবে ‘ইন্দুবালা ৩’ গানের একটি মিউজিক ভিডিও।
সারাবাংলা/পিএ/পিএম