Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও মীমকে খোঁচা পরীমণির

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ নভেম্বর ২০২২ ১৬:০৮

গেলো ১০ নভেম্বর রাতে পরীমণি তার জীবনসঙ্গী শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মীমের প্রেমের ইঙ্গিত দিয়ে স্ট্যাটাস দেন। সে স্ট্যাটাসে মিমকে ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা’-র জন্য উপদেশ দেন তিনি। একই স্ট্যাটাসে পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ বলে আখ্যায়িত করেন। যদিও রাজ গণমাধ্যমে তার সঙ্গে পরীমণির কোনো ঝামেলা নেই বলে দাবি করেন। এমনকি তারা দুজন বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে অংশও নিয়েছেন এরপর।

বিজ্ঞাপন

পরীমণির সে স্ট্যাটাসের পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মীম ও রাফি দুজনেই বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেন। মীম পাল্টা এক স্ট্যাটাসে লেখেন, ‘…আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।…কারও কোনো ধরনের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।’

পাল্টা স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘…কিন্তু বিশ্বাস করো ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে।’

ঘটনার ফলশ্রুতিতে মীম শরিফুল রাজের সঙ্গে আর ছবি করবেন না বলে ঘোষণা দেন। সবাই ভেবেছিলো বিষয়টা ওখানেই থেমে যাবে। কিন্তু পরীমণি তা হতে দেননি।

তিনি আবার স্ট্যাটাস দিয়েছেন। সোমবার (২১ নভেম্বর) রাতে তিনি লেখেন, ‘শরিফুল রাজ কখনোই একজন নায়িকা নির্ভর আর্টিস্ট না। সরি দিদি।’

সারাবাংলা/এজেডএস

পরীমণি শরিফুল রাজ স্ট্যাটাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর