২০১৭ সালে প্রথমবারের মত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন জায়েদ খান। তখন থেকে চলচ্চিত্রে অনিয়মিত তিনি। তার টানা ব্যস্ততার কারণে শফিক হাসান শেষ করতে পারছিলেন না ‘বাহাদুরী’র শুটিং। অবশেষে ছবিটির শুটিং শেষ হচ্ছে। রাজধানীর মিরপুরে এর শেষ অংশের কাজ শুরু করেছেন পরিচালক।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকে মিরপুরে শুটিং করছেন জায়েদ। তিনি বলেন, বেশ কিছু কারণে ছবিটির শুটিং শেষ করতে পারছিলাম না। এখন একবারেই পুরো শুটিং শেষ করবো।
বছর কয়েক আগে ‘বাহাদুরী’ সিনেমাটির শুটিং শুরু হয় এফডিসিতে। গান রেকর্ডিং সম্পন্ন হয়েছিলো আগেই। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার ছবিটির অল্পকিছু শুটিং বাকি ছিলো। সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত মৌ খান। জানা গেছে, ‘বাহাদুরী’ সিনেমাটি প্রযোজনা করছে এস এস মাল্টিমিডিয়া।