ভারতে নাকের অপারেশন করাচ্ছেন শবনম ফারিয়া
২৭ নভেম্বর ২০২২ ১১:২০
লাক্স তারকা শবনম ফারিয়ার অনেকদিন যাবত শ্বাসকষ্ট হচ্ছিলো। পারিবারের অনেকের হৃদরোগ থাকায় ভেবেছিলেন তার নিজেরও একই রোগ হয়েছে। এ জন্য দেশে বেশ কয়েকজন হৃদরোগ বিশেষজ্ঞকেও দেখিয়েছেন। শেষ পর্যন্ত চিকিৎসার জন্য ভারত গিয়েছেন। সেখানে গিয়ে জানতে পারেন সমস্যা তার হৃদয়ে নয়, নাকে।
ফারিয়া বললেন, ‘আমার প্রায় সবসময় ঠাণ্ডা লেগে থাকতো। এর পর এক বছর ধরে লক্ষ্য করছিলাম নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। ফলে ধরেই নিয়েছি এটা আমার পারিবারিক সূত্রে পাওয়া হৃদয়ের জটিলতা। সে হিসেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে। আমার নাকের একটা হাড় বাঁকা। যা ক্রমশ বাঁকছে। সেটি কেটে ফেললে সমস্যা সমাধান হবে বলে চিকিৎসক বলেছেন। তাই এখানে আসা।’
নাকের অপারেশন হবে দিল্লিতে। অপারেশন শেষে তিনদিন থাকতে হবে হাসপাতালে। এরপর ৬ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতেই বড় বোনের বাসায় উঠবেন। ঢাকায় ফিরবেন ৭ ডিসেম্বর। কারণ, কাজও জমে আছে অনেক।
‘এই নিঃশ্বাস জটিলতা নিয়ে ইনফ্যাক্ট আমি গত অক্টোবর থেকে দৌড়াচ্ছি হাসপাতালে। ফলে নিয়মিত শুটিংগুলো আটকে গেছে অনেক। এরমধ্যে একটা ওয়েবফিল্মও রয়েছে। ফলে আশা করছি ৭ ডিসেম্বর ঢাকায় পৌঁছে কিছুদিন বিশ্রাম নিয়ে দ্রুত কাজে ফিরতে পারবো।’
সারাবাংলা/এজেডএস