‘হডসনের বন্দুক’ চলছে ১০ সিনেমা হলে
২ ডিসেম্বর ২০২২ ১২:২৮
সরকারি অনুদান প্রাপ্তির ৯ বছর পর মুক্তির আলো দেখেছে প্রশান্তী অধিকারীর ‘হডসনের বন্দুক’ ছবিটি। সারাদেশের ১০টি সিনেমা হলে ছবিটি চলছে শুক্রবার (২ ডিসেম্বর) থেকে।
যে সব সিনেমা হলে ছবিটি চলছে: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সামরিক জাদুঘর, বিজয় সরণী), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী (শ্যামলী স্কয়ার), লায়ন সিনেমা (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্টার সিনেপ্লেক্স (চট্টগ্রাম), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মম ইন (বগুড়া)।
‘হডসনের বন্দুক’ ছবিটি ২০১২-১৩ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিলো। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এটি। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও মৌসুমী হামিদ। এছাড়াও আছেন মাজিদ শিখালিভ (রাশিয়া), এস এম মহসিন, কাজী উজ্জ্বল, অর্ণব অন্তু প্রমুখ।
ছবিটিতে তিনটি গান রয়েছে। এর মধ্যে ‘রাতের ফেরিওয়ালা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে সপ্তাহ দুয়েক আগে। যেটি গেয়েছেন ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডের প্রবর রিপন।
সারাবাংলা/এজেডএস