কলকাতায় সেরা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’
২২ ডিসেম্বর ২০২২ ২০:৪৩
২৮তম ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ থেকে অংশ নেওয়া ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সেরা ছবির পুরস্কার পেয়েছে। স্পেন থেকে অংশ নেওয়া ‘আপন এন্ট্রি’ ছবিটির সঙ্গে যৌথভাবে এ পুরস্কার পেয়েছে।
‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে ১৪টি ছবির সঙ্গে মুহাম্মদ কাইউম পরিচালিত ছবিটি প্রতিযোগীতা করে এ পুরস্কার পেয়েছে। এই বিভাগের ছবিগুলো বিচারের দায়িত্বে ছিলেন মোট ৫জন বিচারক। এরমধ্যে চেয়ারপারসন হিসেবে প্রযোজক ও চলচ্চিত্রের বাণিজ্য বিস্তার নিয়ে কাজ করা ইলিয়ানা জাকোপলু ছাড়াও ছিলেন মানো খলিল, শালিনী ডোরে, তন্নিষ্ঠা চ্যাটার্জি এবং বাংলাদেশের প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল।
১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। অতিথি হিসেবে আরও ছিলেন জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা, রানী মুখার্জী সহ পশ্চিম বাংলার গুণীজনরা। এবার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতীয় গুণীজনদের সঙ্গে মঞ্চে ছিলেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।
সারাবাংলা/এজেডএস