Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা হারালেন চঞ্চল চৌধুরী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ ডিসেম্বর ২০২২ ০৮:২০

ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ মারা গেছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাধা গোবিন্দ একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

সারাবাংলাকে খবরটি নিশ্চিত করে অভিনেতা আহসান হাবিব নাসিম বলেন, তিনি অসুস্থতার কারণে গেল দুই সপ্তাহ যাবত রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনি কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার পাবনার সুজানগর উপজেলার কামারহাটে রাধা গোবিন্দ চৌধুরীর শেষকৃত্য হবে।

বার্ধক্যের কারণে চঞ্চল চৌধুরীর বাবা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুদিন আগে বাবাকে নিয়ে চঞ্চল লিখেছেন, ‘কয়েকটা দিন হলো, বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই।’

সারাবাংলা/এজেডএস/আইই

চঞ্চল চৌধুরীর বাবা টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর