Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শফিক হাসানের দ্য ফ্রডে অধরা খান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ ডিসেম্বর ২০২২ ১৩:২৭

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ‘মাতাল’ নায়িকা অধরা খান। শফিক হাসান পরিচালিত ‘দ্য ফ্রড (বাটপার)’ নামক এই সিনেমায় নায়িকা হিসেবে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

অধরা খান বলেন, নতুন বছরের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প খুব সুন্দর। আমার কাছে ভালো লেগেছে। আশা করছি, একটি ভাল সিনেমা হবে।

এ বিষয়ে পরিচালক শফিক হাসান বলেন, ‘দ্য ফ্রড (বাটপার)’ সিনেমাটি নতুন বছরের শুরু থেকেই দেশ এবং দেশের বাইরে শুটিং করবো। সুন্দর গল্প নিয়ে দেশীয় একটি সিনেমা হতে যাচ্ছে। শিল্পীদের ক্ষেত্রে বেশ কিছু চমক থাকছে। খুব শিগগিরই অন্যান্য শিল্পী-কুশলীদেরকেও পরিচয় করিয়ে দিবো।

উল্লেখ্য, লাবনী ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন ‘দ্য ফ্রড (বাটপার)’ সিনেমাটি প্রযোজনা করছেন শারমিন ইসলাম। শরীফুল ইসলামের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

সম্প্রতি অধরার’ সুলতানপুর’ সিনেমা সেন্সর পেয়েছে। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে। এছাড়াও নতুন বেশ কয়েকটা সিনেমায় কাজ করছেন তিনি।

সারাবাংলা/এজেডএস

অধরা খান দ্য ফ্রড বাটপার শফিক হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর