Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫০০ পর্বে ‘বিনোদন সারাদিন’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ জানুয়ারি ২০২৩ ১৪:২৩

বিনোদন জগতের সর্বশেষ খবর দর্শকের কাছে পৌছে দেয়ার জন্য মাছরাঙা টেলিভিশনে ২০১২ সালের ৬ মে প্রচার শুরু হয়েছিল ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানের। আজ সোমবার (৯ জানুয়ারি) এই জনপ্রিয় অনুষ্ঠানের ১৫০০ তম পর্ব প্রচারিত হবে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে দর্শকপ্রিয় এ অনুষ্ঠানে।

শুধু বিনোদন বিশ্বের সর্বশেষ খবরই নয়, নাটক/ সিনেমার শুটিং, ইভেন্ট টাইম, নিত্যনতুন গান প্রচার, ওটিটি প্ল্যাটফর্মের সর্বশেষ খবর এবং প্রতি পর্বে একজন বিশেষ অতিথির সাথে আড্ডা-সব মিলিয়েই সাজানো হয় ‘বিনোদন সারাদিন’। আজ ১৫০০ তম বিশেষ পর্বে অতিথি হয়ে আসছেন ছোট পর্দার এ প্রজন্মের সবচাইতে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

বিজ্ঞাপন

অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক মেহজাবীনের নাটকই কোটি ভিউ হয়েছে ইউটিউবে। ফেসবুকে টিভি অভিনেত্রীদের মধ্যে মেহজাবীনেরই সর্বাধিক ১ কোটি অনুসারী রয়েছে। ইন্সটাগ্রামেও বাংলাদেশি তারকাদের মধ্যে মেহজাবীনের অনুসারী সবচেয়ে বেশি। মেহজাবীন ‘বিনোদন সারাদিন’-এ জানিয়েছেন ২০২৩ নিয়ে তার সব পরিকল্পনার কথা, দর্শকদের জন্য সারপ্রাইজও থাকছে। রুম্মান রশীদ খান-এর গ্রন্থনা, এস এম হুমায়ূন কবীরের প্রযোজনায় ‘বিনোদনসারাদিন’ এখন উপস্থাপনা করছেন অর্চি ও ইন্দ্রানী।

সারাবাংলা/এজেডএস

১৫০০ পর্ব বিনোদিন সারাদিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর