বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিটিভির আয়োজন
৯ জানুয়ারি ২০২৩ ১৪:৪৬
১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন তিনি। স্বাধীন দেশে ফিরে বাঙালির প্রাণের ভালবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এক মেইল বার্তায় জানা যায়, সকাল ১০টা ৩৫ মিনিটে থাকছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঘটনা নিয়ে অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়া’। বিশেষ কবিতা আবৃত্তি ‘তোমারই পদধ্বনি’ প্রচারিত হবে সকাল ১২ টা ২০ মিনিটে। বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এলে তোমার স্বাধীন বাংলায়’ প্রচারিত হবে দুপুর ১টা ০৫ মিনিটে। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু’।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে বিকাল ৩ টা ০৫ মিনিটে। ৬টা ২০ মিনিটে রয়েছে কবিতা পাঠের অনুষ্ঠান ‘হৃদয়ের বাতিঘর’। ৮টা ৪০ মিনিটে থাকছে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘কী দীর্ঘ প্রতীক্ষার পর এ মহামিলন’। ১০টা ২০ মিনিট থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। কবিতা পাঠের অনুষ্ঠান ‘ফিরে এলেন পিতা’ প্রচারিত হবে রাত ১১টা ০৫ মিনিটে। এছাড়াও অনুষ্ঠানের মাঝে-মাঝে প্রচারিত হবে বঙ্গবন্ধুকে নিবেদিত ফিলার গান ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়’, ‘জাতির পিতা মহান নেতা’, ‘বাংলার রক্তিম সূর্য ধন্য হলো’, ‘ফাঁসির মঞ্চ থেকে ফিরে এলে’,‘বাঙালি জাতি ভুলবেনা কখনো’,‘বিশ্বরাজনীতির ইতিহাসে দশ জানুয়ারি’,‘ তোমার জন্য কত পৃষ্ঠার লিখি বলো কাব্য’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ছন্দা চক্রবর্তী, রুম্মান তিথি, মাহমুদুল হাসান, তারিক মৃধা, পুষ্পিতা, আতিক, অনন্যা আচার্য, স্বরলিপি, ইউসুফ, রাজীব, সুস্মিতা ও শেলু বড়ুয়া।
এ উপলক্ষে গণমাধ্যমটির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ উপলক্ষে বিটিভির অনুষ্ঠান তালিকায় রয়েছে কয়েকটি উল্লেখযোগ্য অনুষ্ঠান। বিটিভিও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে।’
সারাবাংলা/এজেডএস