Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমা শিল্পের সুদিন ফিরে এসেছে: তথ্যমন্ত্রী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ জানুয়ারি ২০২৩ ২১:৫৫

ফাইল ছবি

সোমবার (৯ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩’। চলচ্চিত্র উৎসবটির আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

‘সিনেমা শিল্পের সুদিন ফিরে এসেছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নের বিকাশ ঘটাতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে বাচসাস। অনেক সংকট আছে তারপরও বাংলাদেশ চলচ্চিত্র শিল্প এগিয়ে যাচ্ছে। অনেক বন্ধ হল চালু হয়েছে। নতুন নতুন সিনেপ্লেক্স হচ্ছে। করোনা মহামারি এখন কেটে গেছে সাম্প্রতিক সময়ের কয়েকটি সিনেমা মুক্তি পাবার পর, মানুষ করোনার ভয় দূর করে লাইনে দাঁড়িয়েছে সিনেমাগুলো দেখার জন্য,’— প্রধান অতিথির বক্তব্যে বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিজ্ঞাপন

জাতীয় জীবনে চলচ্চিত্রের ভূমিকার কথা বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, আমাদের চলচ্চিত্র যেন সমাজের অসঙ্গতি দূর করে দেশটাকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে সহায়তা করে। বিনোদন দেওয়ার পাশাপাশি সমাজকে পরিশুদ্ধ, পরিশীলিত করার জন্যে যেন ভূমিকা রাখে, আজকের দিনে সেটিই আমার প্রত্যাশা।

তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এমন সুন্দর একটি আয়োজন করার জন্য বাচসাসকে ধন্যবাদ। বঙ্গবন্ধুর হাত ধরেই ১৯৫৭ সালে এই চলচ্চিত্রের যাত্রা। প্রথমবার এমন একটি আয়োজন করেছে বাচসাস। এই ঐতিহ্যেবাহী সংগঠনটি চলচ্চিত্র শিল্পের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাচসাসের বর্তমান কমিটির সমস্ত নেতৃবৃন্দ নিষ্ঠার সঙ্গে কাজ করছে।

বিজ্ঞাপন

আয়োজনটির সভাপতিত্ব করেন বাচসাসের সভাপতি রাজু আলীম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

উৎসবে আরও উপস্থিত ছিলেন বাচসাস কার্যকরী সদস্যবৃন্দ, বাচসাসের সিনিয়র সদস্য ও অভিনেতা নরেশ ভূঁইয়া, বাচসাসের সাবেক সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস ও রহমান মুস্তাফিজ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদ সদস্য ও অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাহী সদস্য মারিয়া আফরিন তুষার প্রমুখ।

দিনব্যাপি এ উৎসবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘গেরিলা’, ‘শ্যামল ছায়া’, ‘মেঘের পরে মেঘ’ ও ‘চিরঞ্জীব মুজিব’ এই চারটি সিনেমা প্রদর্শন করা হয়।

আয়োজনটি উপস্থাপনা করেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। এসময় আরও উপস্থিত ছিলেন বাচসাস’র কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি অঞ্জন রহমান, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস এবং দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর (আওয়াল)। নির্বাহী সদস্য মাইনুল হক ভূঁইয়া, রুহুল আমিন ভূঁইয়া, আমিনুর ইসলাম লিটন, রাশেদ আনিস প্রমুখ।

এই আয়োজনে রাজু আলীম পরিচালিত ‘পিতার ছবি’ শিরোনামের বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এজেডএস

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর