২ ফেব্রুয়ারির মধ্যে শনিবার বিকেলের মুক্তি চান ফারুকী
১০ জানুয়ারি ২০২৩ ১৭:৪৯
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ সেন্সর বোর্ডে আটকে আছে প্রায় চার বছর ধরে। গেল বছরের আগস্টে তথ্যমন্ত্রী বলেছিলেন, ছবিটি সেন্সর পাবে। তবে কিছু সংশোধনী সাপেক্ষে। কিন্তু এখন পর্যন্ত ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমতাবস্থায় ফারুকী বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। এবার দাবি তুলেছেন আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের জনগণ ছবিটি দেখতে পারে সে ব্যবস্থা যেন করা হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এ দাবি তুলেন ফারুকী। একইসঙ্গে তিনি দুটি প্রশ্নও রাখেন।
ফারুকীর স্ট্যাটাসটি সারাবাংলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
ফেব্রুয়ারীর ২ তারিখের মধ্যে শনিবার বিকেল বাংলাদেশের মানুষের সামনে হাজির করতে দিতে হবে। কথা আমাদের একটাই।
এর আগে আমাদেরকে আড়েঠাড়ে বলা হয়েছে, উনারা চান না বহির্বিশ্বের মানুষের কাছে শনিবার বিকেল ছবিটা যাওয়ার মাধ্যমে ঐ দুঃসহ স্মৃতি আবার ফিরে আসুক। আই মিন সিরিয়াসলি?
ইউটিউবে এই বিষয়ে হাজার হাজার ভিডিও আছে, আর উনারা ভাবছেন একটা সিনেমা আটকাইয়া এই ঘটনা ধামাচাপা দিবেন। আর শনিবার বিকেল তো বিদেশে দেখানোই হচ্ছে! কোথাও ভাবমূর্তি খসে পড়ার ঘটনাতো শুনি নাই। হলিউড রিপোর্টারতো তাদের রিভিউতে আপনাদের নিয়া হাসাহাসি করছে। তারা বলছে, এই ছবি দেইখা তারা বুঝে নাই ভাবমূর্তি কেমনে খসবে! তাদের মনে হইছে ভাবমূর্তির যদি কিছু হয় এই ছবির ফলে সেটা হইতে পারে ভাবমূর্তি বৃদ্ধি!
এখন আমার প্রশ্ন, জনাব:
১. ফেব্রুয়ারী ৩ তারিখ যে ফারাজ মুক্তি পাবে! এখন আপনি কিভাবে ঐটা ধামাচাপা দিবেন?
২. শনিবার বিকেলের প্রথম সেন্সর প্রদর্শনীর পর সেন্সর বোর্ড ছবির প্রশংসা করে বলেছেন দ্রুত সার্টিফিকেট দিবেন। কার ইশারায় এটার দ্বিতীয় প্রদর্শনী হলো, সেটার তদন্ত কি কোনো দিন হবে না?
সারাবাংলা/এজেডএস