Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ বছরে প্রমা অবন্তীর ‘ওটিডিএমসি’, দু’দিনব্যাপী নৃত্য উৎসব

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ জানুয়ারি ২০২৩ ১৫:২৪

২৩ বছরে পর্দাপণ করতে চলেছে বাংলাদেশের একমাত্র ওড়িশী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রাম’। এই উপলক্ষে ১৩ ও ১৪ জানুয়ারি (শুক্র ও শনিবার) চট্টগ্রাম নগরীর থিয়েটার ইন্সটিটিউটে তারা আয়োজন করেছে দুই দিনব্যাপী বৃহৎ নৃত্য উৎসবের।

উৎসবে আগমনী, প্রজাপতি, হাসি-খুশি, শাপলা ও সূর্যমুখী বিভাগের প্রায় ২০০ শিশুশিল্পী অংশ নেবে

উৎসবে আগমনী, প্রজাপতি, হাসি-খুশি, শাপলা ও সূর্যমুখী বিভাগের প্রায় ২০০ শিশুশিল্পী অংশ নেবে

প্রথম দিন (১৩ জানুয়ারি) এই উৎসবের উদ্বোধন করবেন ভারতের প্রখ্যাত শিক্ষাবিদ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ উপাচার্য প্রফেসর ড. পবিত্র সরকার। প্রতিষ্ঠানের সভাপতি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন-এর সভাপতিত্বে এই পর্বে প্রধান অতিথি থাকবেন উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা ত্রিপুরার ভুবনেশ্বরী টেলিভিশনের কর্ণধার, বাচিক ও নৃত্যশিল্পী মনীষা পাল চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে ‘ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’র আগমনী, প্রজাপতি, হাসি-খুশি, শাপলা ও সূর্যমুখী বিভাগের প্রায় ২০০ শিশুশিল্পী অংশ নেবে।

বিজ্ঞাপন
ওড়িশি ও রবীন্দ্র নৃত্যকলা সন্ধ্যা’য় নৃত্যশিল্পী ও পরিচালক প্রমা অবন্তীর গ্রন্থনা ও পরিকল্পনায় ওড়িশি নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পীরা

ওড়িশি ও রবীন্দ্র নৃত্যকলা সন্ধ্যা’য় নৃত্যশিল্পী ও পরিচালক প্রমা অবন্তীর গ্রন্থনা ও পরিকল্পনায় ওড়িশি নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পীরা

উৎসবের ২য় দিন (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে ‘ওড়িশি রবীন্দ্র নৃত্যকলা সন্ধ্যা ও সম্মাননা পর্ব’। এই পর্বে সংগঠনের পক্ষ থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. পবিত্র সরকারকে দেওয়া হবে আজীবন সম্মাননা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মহীবুল আজিজ ও নৃত্যশিল্পী কর্ণধার মনীষা পাল চৌধুরীকে দেওয়া হবে ‘শিল্প সম্মাননা-২০২৩’। এদিন আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. শিরীণ আখতার, প্রাবন্ধিক সেলিনা শেলী এবং সঞ্জয় দেওয়ানজী।

বিজ্ঞাপন
২৩ বছরে পর্দাপণ করতে চলেছে বাংলাদেশের একমাত্র ওড়িশী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রাম’

২৩ বছরে পর্দাপণ করতে চলেছে বাংলাদেশের একমাত্র ওড়িশী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রাম’

২য় পর্বে ‘ওড়িশি ও রবীন্দ্র নৃত্যকলা সন্ধ্যা’য় নৃত্যশিল্পী ও পরিচালক প্রমা অবন্তীর গ্রন্থনা ও পরিকল্পনায় ওড়িশি নৃত্য পরিবেশন করবেন তন্বী দাশ, আফসানা ইকবাল হিয়া, নিবিড় দাশ গুপ্তা, জয়িতা দত্ত, রিয়া বড়ুয়া, তূষি শর্মা, সাথী বিশ্বাস, ময়ূখ সরকার, দিয়া দাশ গুপ্তা, মৈত্রী চক্রবর্তী, অর্জিতা সেন চৌধুরী, তাহিয়া তানভীন দিহান, ঈষিকা দাশ, স্বর্বাণী দত্ত, বৈশাখী বড়ুয়া, শ্রাবণী ধর ও অর্পিতা পাল। মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনায় অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অরুপ বড়ুয়া, আলোক প্রক্ষেপণে আদনান সামি, ধারাভাষ্যে আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, ফারুক তাহের ও কঙ্কন দাশ। পাণ্ডুলিপি সম্পাদনায় অভ্র বড়ুয়া এবং শব্দ প্রক্ষেপণে সুমেধ বড়ুয়া।

সারাবাংলা/আরডি/এএসজি

ওটিডিএমসির ২৩ বছর- দু’দিনব্যাপী নৃত্য উৎসবের আয়োজন