Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মায়ার জঞ্জাল’-এর ফার্স্ট লুক প্রকাশিত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ১৭:৩০

বহুল প্রতিক্ষিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’ অবশেষে ভারত ও বাংলাদেশের সিনেমা হলে আসছে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবিটি আগামী মাসেই দুই বাংলায় একই সাথে মুক্তির প্রত্যাশা করছেন ছবিটির প্রযোজক এবং বাংলাদেশী নির্মাতা জসীম আহমেদ। এর অংশ হিসেবে শনিবার (১৪ জানুয়ারি) ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ইউরোপিয়ান প্রিমিয়ার হওয়া সিনেমাটি ইতোমধ্যেই অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং বিভিন্ন দেশের চলচ্চিত্র উত্সবে প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন

ফরিংখ্যাত ভারতের প্রশংসিত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী ছবিটির পরিচালনা করেছেন। ‘দাগ’ এবং ‘এ পেয়ার অব স্যান্ডেল’ বানিয়ে আন্তর্জাতিকখ্যাতি পাওয়া বাংলাদেশী নির্মাতা জসীম আহমেদ ছবিটির প্রযোজক । এতে অপি করিম, ঋত্বিক চক্রবর্তী, সোহেল রানা, চান্দ্রেয়ী ঘোষ, পরান বন্দোপধ্যায়, ব্র্যাত্য বসু, শাওলি চট্রোপাায়ের মত দুই দেশের তারকা অভিনীতশিল্পীরা অভিনয় করেছেন।

সারাবাংলা/এজেডএস

মায়ার জঞ্জাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর