Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পড়শী-জোভানের লাভ স্টেশন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ জানুয়ারি ২০২৩ ১৬:১৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৬:১৮

গায়ক জোভানের সঙ্গে ঘটনাক্রমে পরিচয় গায়িকা পড়শীর। জোভান সৌখিন গায়ক হলেও পড়শীর ধ্যান-জ্ঞান সংগীতকে ঘিরেই। বাবা-মায়ের বারণের পরও সংগীতকে আঁকড়ে ধরে আছেন। নানা ঘটনায় জোভান-পড়শী মুখোমুখি হন। কিন্তু দুজনের ভালোবাসার কথা কেউ বলতে পারেন না। একদিন নিজের রিসোর্টে পড়শীকে দাওয়াত দেন জোভান-এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘লাভ স্টেশন’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। এতে নিজের চরিত্রেই অভিনয় করেছেন জনপ্রিয় গায়িকা পড়শী। তার সঙ্গে জুটি বেঁধেছেন জোভান আহমেদ। এছাড়াও আছেন শহীদুল্লাহ সবুজ, পাপিয়া, ফরহাদ লিমন, কুন্তল বিশ্বাস বুকি, আরফান অনিকসহ অনেকে।

বিজ্ঞাপন

কাজটি নিয়ে দারুণ আশাবাদী পরিচালক মহিদুল মহিম। বললেন, ‘এই নাটকে সংগীতশিল্পী পড়শীর অনবদ্য অভিনয় মানুষ দীর্ঘদিন মনে রাখবে। জোভানসহ অন্যরাও খুব ভালো করেছেন। কাজটি নিয়ে আমাদের পুরো টিম খুব আশাবাদী।’

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

সারাবাংলা/এজেডএস

জোভান পড়শী লাভ স্টেশন