জয়ের নতুন গান
৩ মে ২০১৮ ১৯:১৩
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বাংলা পপ মিউজিকে জয় শাহরিয়ার বেশ পরিচিত নাম। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘খুব’। বরাবরের মতোই নিজের কথা ও সুরে গানটি গেয়েছেন তিনি। সংগীতায়োজন করেছেন মহান ফাহিম।
‘খুব’ জয় শাহরিয়ারের প্রকাশিতব্য চতুর্থ একক অ্যালবাম ‘লাপাত্তা’ থেকে প্রকাশিত তৃতীয় সিঙ্গেলস। আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটি শ্রোতারা শুনতে পারবেন জিপি মিউজিক, বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশ অ্যাপে।
‘খুব’ এর মিউজিক ভিডিওটি ইতিমধ্যে সাড়া জাগিয়েছে ইউটিউবে। গানটি বৈশাখের আলোচিত ‘জ্যামপুত্র’ নাটকে অরিজিনাল সাউন্ড ট্র্যাক হিসেবে প্রচারিত হয়েছে। যাতে অভিনয় করেছেন আফরান নিশো এবং সাবিলা নূর। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।
সারাবাংলা/টিএস