Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামিদ মালসের ‘পাগলা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৭

সর্বশেষ ‘চুপি চুপি ২.০’ শিরোনামের র‍্যাপ গান প্রকাশ করে দারুন সাড়া পেয়েছিলেন হামিদ মালস। গানটির সাফল্যের পর একই টিম নিয়ে তিনি এবার হাজির হয়েছে নতুন গানচিত্র ‘পাগলা’ নিয়ে। হামিদ মালস ও রেক লাবিব এজেন্সির ইউটিইউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।

গানটিতে হামিদ মালসের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুরমি রায়। এর কথা ও সুর হামিদ মালসের। সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়। গানে মডেল হয়েছেন হামিদ মালস, প্রণমী নাফি, জেরি জিনিয়াস, আনফী সিনহা ও সুরমী রায়। রাসেল আহমেদ সূর্যের কোরিওগ্রাফিতে গানটির ভিডিও পরিচালনা করেছেন নিডো খান।

বিজ্ঞাপন

নতুন গানটি প্রসঙ্গে হামিদ মালস বলেন, ‘পাগলা’ প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। ভিডিওটাও দর্শকদের মন জয় করছে। শ্রোতারা এ ধরনের গান আরও করার কথা বলছেন। লাবিব ভাইকে ধন্যবাদ এমন একটি গানে সুযোগ করে দেওয়ার জন্য।

এ ধরেন হিপ-হপ র‍্যাপ গান নিয়মিত প্রকাশ করবে বলে জানিয়েছেন রেক লাবিব এজেন্সির কর্ণধার।

সারাবাংলা/এজেডএস

পাগলা হামিদ মালস

বিজ্ঞাপন

৪ বিভাগে হতে পারে বজ্রঝড়
২৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর