Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্নবিত্ত ‘ডাকপিয়ন’-এর গল্প


৪ মে ২০১৮ ১২:৩৯

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

খণ্ড নাটকটির নাম ‘ডাকপিয়ন’। না, চিঠি বিষয়ক কোনো নাটক নয় এটি। মা’য়ের মৃত্যুর পর বাবা ও মেয়ের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ডাকপিয়ন’।

নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম এবং মেয়ের চরিত্রে প্রসূন আজাদ। জীবনে তো কত ঘটনাই ঘটে। সেইসব ঘটনা থেকে শিক্ষা নেয় মানুষ। পরবর্তী কাজে সেই অভিজ্ঞতা কাজে লাগায়।

‘ডাকপিয়ন’ নাটকেও এমন এক ঘটনাকে গুরুত্ব দেয়া হয়েছে। যে ঘটনাটি ঘটে বাবার জীবনে। আর সেই ঘটনা মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ সময়ে একটি সিদ্ধান্ত নিতে কীভাবে সাহায্য করে, তার একটি নমুনা দেখা যাবে এতে।

নাটকটি প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ডাকপিয়ন একটি সামাজিক ও পারিবারিক গল্প, মা, মেয়ে ও বাবার গল্প। খুবই ইমোশনাল। আমার তো খুব ভালো লেগেছে আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

কুদরত উল্লাহর গল্পে নাটকটি পরিচালনা করেছেন তাসলিমা মুক্তা। নাটকের গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন আরফান অনিক। এ এস মাল্টিমিডিয়া লিমিটেড নিবেদিত এবং আশরাফ ও সাজ্জাদ প্রযোজিত নাটকটির শুটিং শেষ হয়েছে সম্প্রতি।

সারাবাংলা/পিএ/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর