Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার অনুপ্রেরণার গল্পে জ্যোতিকা জ্যোতি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৩

আউয়াল চৌধুরীর পরিচালনায় ‘আগুনের পাখি’-তে অভিনয় করবেন জ্যোতিকা জ্যোতি। ছবিটি নির্মিত হবে পরিচালকের একই নামের উপন্যাস অবলম্বনে। রোববার (৫ ফেব্রুয়ারি) তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

ছবির গল্পে স্বাধীনতার যুদ্ধে নারীদের অবদানের বর্তমানের নারীদের যোগসূত্র দেখানো হবে। জ্যোতি বলেন, ‘গল্পটি বর্তমানের। কিন্তু স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণায় নির্মিত হবে। এতে আমি প্রধান চরিত্রে অভিনয় করবো। বলতে পারেন আমিই আগুন। আমাকে ঘিরে অন্যরা তাদের জীবনের অনুপ্রেরণা খুঁজে পায়।’

বিজ্ঞাপন

কোনো পুরুষ চরিত্র থাকছে না জ্যোতিকার জ্যোতির বিপরীতে। আগামী জুন-জুলাইয়ের দিকে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায় শুটিং হবে। জ্যোতি জানালেন, ময়মনসিংহের যে অঞ্চলে শুটিং হবে সেখানকার সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মিত হবে। প্রযোজনা করছে ফিনিক্স ক্রিয়েশন।

‘আগুনের পাখি’-র শুটিং শুরু করার জ্যোতি কাজ করবেন নতুন আরেকটি ছবিতে। তবে তা এখনই নাম বলতে চান ছবিটির। আগামী মাসেই এর শুটিং শুরু হবে।

সারাবাংলা/এজেডএস

আগুনের পাখি জ্যোতিকা জ্যোতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর