Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার ভাষার চলচ্চিত্রের সমাপনী ছবি ‘সাঁতাও’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে টিএসসিতে চলছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’। সে উৎসবের সমাপনী ছবি হিসেবে দেখানো হবে খন্দকার সুমনের ছবি ‘সাঁতাও’।

জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি উৎসবের শেষ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় টিএসসি মিলনায়তনে ছবিটি দেখানো হবে। এর জন্য দর্শকদের ৫০ টাকার টিকেট কাটতে হবে।

আইনুন পুতুল ও ফজলুল হক অভিনীত ছবিটি সারাদেশের সিনেমা হলে চলছে ২৭ জানুয়ারি থেকে। এ সপ্তাহে চলছে ৫টি সিনেমা হলে।

সমকালীন ও ধ্রুপদী সিনেমার সমন্বয়ে ৫ দিনব্যাপী বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ এই উৎসবে প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১টা, দুপুর ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা সাড়ে ৬টায় স্লটে সিনেমা প্রদর্শনী চলছে।

৫০ টাকা মূল্যের টিকেট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রবেশমুখে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

সারাবাংলা/এজেডএস

আমার ভাষার চলচ্চিত্র ১৪২৬ সাঁতাও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর