বাংলাদেশ থেকে প্রথম বারের মতো কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়ালি অংশ নিয়েছিলো আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। নন্দিত এ নির্মাতা ইতোমধ্যে তার তৃতীয় ছবির কাজ শুরু করে দিয়েছেন।
নাম ঠিক না হওয়া ছবিটির অভিনয়শিল্পী এখনও ঠিক হয়নি। চলছে গল্প নির্মাণের কাজ। এরপর অভিনয়শিল্পী নির্বাচন করে শুরু হবে শুটিং। আপাতত চট্টগ্রামে চলছে চিত্রনাট্য গবেষণা।
নাম প্রকাশে অনিচ্ছুক সাদের এক সহকর্মী বলেন, সাদ ‘লাইভ ফ্রম ঢাকা’ ও ‘রেহানা মরিয়ম নূর’র মোতা সিনেমা উপহার দিয়েছেন। আশা করা যায়, এবারো একটি দর্শকনন্দিত সিনেমা উপহার দিতে যাচ্ছেন। তবে কবে নাগাদ শুটিং শুরু হবে সেটি এখনই বলা যাচ্ছে না।
৭৪তম কান চলচ্চিত্র উৎসব আসরের আঁ সেরতাঁ র্যগার বিভাগে নির্বাচিত হয় সাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা। যার প্রধান চরিত্রে অভিনয় করেন বাঁধন।