বেফাঁস মন্তব্যকারীদের বিরুদ্ধে মামলার হুমকি বুবলির
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৪
বেশ ক্ষিপ্ত হয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন বুবলি। তার বিরুদ্ধে কুৎসা রটনাকারীদেরকে সতর্ক করে এক দীর্ঘ লেখা লিখেছেন তিনি। সেখানে শুরুতেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।
তিনি লেখেন, আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই কারো নোংরা ব্যক্তিস্বার্থ উদ্ধারে আমাকে নিয়ে বা আমার ব্যক্তিজীবন নিয়ে কেউ কোনো বেফাঁস মন্তব্য করলে বা কোনো ইংগিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো, কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।
বুবলি জানান, এসব যারা করছেন তাদের বক্তব্যের যথেষ্ট প্রমাণ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মেই রয়েছে। তাই মামলা করতে চাইলে প্রমাণের অভাব হবে না।
মন্তব্যকারীকে দুমুখো সাপ উল্লেখ করে তিনি লেখেন, ‘আমার পারিবারিক শিক্ষা আমাকে কখনই দুমুখো সাপের আচরন করতে শেখায় নি, সুবিধাবাদী হতে শেখায়নি, ধর্ম নিয়ে একেক বার একেক মিথ্যা কথা বলে সাধারণ জনগনের আবেগ নিয়ে খেলা করে বোকা বানাতে শেখায় নি, গিরগিটির মত রং বদলাতে শেখায়নি, কাউকে ছুরি মেরে পরক্ষনেই নিজের কোনো সুবিধা হবে ভেবে সেই ছুরি মারা জায়গায় ব্যান্ডেজ করতে শেখায় নি, বিভিন্ন মানুষকে নিয়ে নানান টক শো তে অপমান করে কথা বলে নির্লজ্জের মত হাসতে শেখায়নি, মানুষকে অসম্মান করতে শেখায়নি, হিংসামী শেখায়নি, কাউকে মিথ্যা অপবাদ দিতে শেখায়নি, কাউকে নানান অপমান করে আবার নিজের স্বার্থে সময় বুঝে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতে শেখায় নি, বাস্তব জীবনেও অভিনয় করতে শেখায় নি।’
তিনি আরও লেখেন, ‘সে অনায়েসেই লিজেন্ড শাবানা ম্যাম এর মত এতো সিনিয়র ব্যক্তিত্ব নিয়ে অপমান জনক বেফাঁস মন্তব্য করে বসতে পারে, কঠোর পরিশ্রম করে নিজের মত এগিয়া যাওয়া নুসরাত ফারিয়া কে নিয়ে অপমান করে কথা বলে মুখটাকে বিশ্রী করে ব্যঙ্গ করতে পারে, ভালো মনের মানুষ বর্ষা আপুকে নিয়ে অপমান জনক কথা বলতে পারে, মাস্টারমেকার পরিচালক শ্রদ্ধেয় মালেক আফসারী স্যার কে নিয়ে অপমান করে কথা বলতে পারে যা কিনা রীতিমত তার পারিবারিক শিক্ষাকেই উপস্হাপন করে, এজন্যই বলে ব্যবহারই বংশের পরিচয়।’
বুবলির এ স্ট্যাটাসে উল্লেখিত ব্যক্তিটি হিসেবে অনেকেই অপু বিশ্বাসের কথা বললেও তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
সারাবাংলা/এজেডএস